স্বাস্থ্য খাত: কৈফিয়তের কাঠগড়া শূন্য
স্বাস্থ্যসেবা প্রাপ্তি নাগরিকের মৌলিক অধিকার; কিন্তু দুঃখজনক হলেও সত্য, করোনা দুর্যোগের শুরু থেকেই এ খাতের সৃষ্ট অনিয়ম-দুর্নীতির উৎকট চিত্রই আমরা দেখতে পাচ্ছি। অনস্বীকার্য গত চার দশকে আমাদের স্বাস্থ্য খাতের উন্নয়ন-অগ্রগতি কম নয়; কিন্তু একই সঙ্গে এও সত্য, অনেক অর্জনের বিসর্জনও ঘটেছে দুর্নীতির কারণে। করোনা মহামারির কারণে সংগতই স্বাস্থ্য খাতের দিকে আরও বেশি দৃষ্টি নিবদ্ধ হয়েছে। বেড়েছে অর্থ বরাদ্দ এবং ব্যয়ও। প্রয়োজনের নিরিখেই স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী কিংবা অন্য আনুষঙ্গিক জিনিসপত্র কেনাকাটাও বেড়েছে।