![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/May/1620520212_1606436832_5fc047e026b7a_sundarbans.jpg)
সুন্দরবন করুণা চায় না
কলকাতা, হাওড়া-সহ বিস্তীর্ণ অঞ্চলের রক্ষাকবচ হয়ে দাঁড়িয়ে রয়েছে সুন্দরবন। বিপুল জনবসতি সেখানে। এঁদের জীবনযাপনের দৈন্য, দুশ্চিন্তা, অভাব, উন্নয়নের বৈষম্য সচরাচর আমাদের ভাবনায় ঠাঁই পায় না। ক্রমবর্ধমান অসম নগরায়ণ এবং আত্মঘাতী উন্নয়নের বলি ম্যানগ্রোভ এবং বাদাবনের ভবিষ্যৎ। বিপর্যয় মোকাবিলায় আমাদের পৌনঃপুনিক ব্যর্থতা কলকাতাকেন্দ্রিক শ্রেণিবৈষম্যের সূচক। জর্জ ফ্লয়েডের মৃত্যু-পরবর্তী আলোকিত কক্ষে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ নিয়ে বিদগ্ধ বক্তার উজ্জ্বল আলোচনায় সুন্দরবনের মানুষরা অনুপস্থিতই থেকে যান। এঁরা সাহিত্যে আসেন না, গল্প কবিতা নাটকের উজ্জ্বল চরিত্র নন।
- ট্যাগ:
- মতামত
- রক্ষাকারী
- সুন্দরবন
- শক্তিশালী ঘূর্ণিঝড়