![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/06/02/og/173100pjimage_(19).jpg)
গফরগাঁওয়ে একে একে ধসে গেল ৩ ব্রিজ!
ময়মনসিংহের গফরগাঁওয়ের চরআলগী ইউনিয়নের পুরাতন ব্রহ্মপুত্র মরা নদীর (মরা খাল) ওপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ কর্মসূচির আওতায় নির্মিত তিনটি বক্স কালভার্ট (ব্রিজ) ধসে গেছে। এতে বিপাকে পড়েছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দাবি, পানি উন্নয়ন বোর্ডের খাল খননের জন্য ব্রিজ তিনটি ধসে পড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ব্রিজগুলো নির্মাণের সময় বিধি অনুযায়ী পানি উন্নয়ন বোর্ডের অনুমোদন নেওয়া হয়নি এবং নির্মাণ ত্রুটির কারণে ধসে পড়েছে।