উপকূলের বিপর্যস্ত বাঁধের স্থায়ী সমাধান এখনও অধরা
ইয়াস ও ভরা কোটালের আঘাতে বিপর্যস্ত সুন্দরবনসহ পশ্চিমবঙ্গের উপকূল৷ একাধিক জেলায় কোথাও নদীর বাঁধ ভেঙেছে, কোথাও বাঁধ উপচে জল ঢুকেছে গ্রামে৷ আবার কোথাও বাঁধে ফাটল৷ কেন এমন হাল? তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর৷
এই প্রথম নয়, বার বার দুর্যোগের কবলে পড়ে এমন ভাবে সর্বস্ব হারিয়েছেন উপকূলের বাসিন্দারা৷ হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, মিনাখাঁতে বাঁধ ভেঙে নদীর জল ঢুকে জমি বাড়ি ভেসে গিয়েছে৷ একই ছবি সাগর, পাথরপ্রতিমা, নামখানায়৷ দিঘা, রামনগরেও একই অভিজ্ঞতা৷ বাঁধে সমস্যার কারণে শয়ে শয়ে মাছের ভেড়ি ও কৃষিজমি নোনাজলে ভরে গিয়েছে৷ ভেড়ি প্লাবিত হয়ে লাখ লাখ টাকার মাছ ভেসে গিয়েছে৷ নষ্ট হয়েছে গিয়েছে বিঘের পর বিঘে জমির ফসল৷ বৃহস্পতিবারও নতুন করে ভেঙেছে বিদ্যাধরী নদীর বাঁধ৷ স্থানীয়দের অভিযোগ, অস্থায়ী বাঁধ থাকার কারণেই তাঁদের এই সর্বনাশ হয়েছে৷ মুখ্যমন্ত্রীর কাছে কংক্রিটের বাঁধ নির্মাণের আবেদন জানিয়েছেন তাঁরা৷