কম্বোডিয়ার সেনাদের সঙ্গে সীমান্ত সংঘর্ষে সামরিক বাহিনীর এক সদস্যসহ ১২ জন নিহত এবং ১৪ বেসামরিক আহত হয়েছেন বলে থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে।
থাই কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় শ্রীসাকেত প্রদেশে ১৫ বছর বয়সী এক কিশোরসহ আট বেসামরিক ও সামরিক বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। সুরিন প্রদেশে আট বছর বয়সী এক বালকসহ দুইজন নিহত হয়েছেন এবং উবন রচাথানি প্রদেশে একজন বেসামরিক নিহত হয়েছেন।
যে ১৪ জন বেসামরিক আহত হয়েছেন তাদের মধ্যে পাঁচ বছর বয়সী এক বালকও আছে।