রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে বিমান নিখোঁজ

ঢাকা পোষ্ট রাশিয়া প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ১৩:৪১

রাশিয়ায় প্রায় ৫০ জন আরোহী নিয়ে একটি যাত্রীবিমান নিখোঁজ হয়ে গেছে। দেশটির দূর প্রাচ্যের আমুর অঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।


এই ঘটনায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে দেশটি। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।


বার্তাসংস্থাটি বলছে, স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার আকাশপথ নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো আন-২৪ মডেলের একটি বিমানের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। বিমানটি সাইবেরিয়াভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইন্সের বলে নিশ্চিত করেছে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।


বিমানটি চীন সীমান্তঘেঁষা টাইন্দা শহরের দিকে যাচ্ছিল। গন্তব্যে পৌঁছানোর আগেই এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।


আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানে ৫ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। তিনি টেলিগ্রামে লিখেছেন, “বিমানটি খোঁজার জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্ধার ও অনুসন্ধান দল মোতায়েন করা হয়েছে।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও