
কম্বোডীয় রকেটে ২ নাগরিক নিহত হওয়ার পর এফ-১৬ দিয়ে পাল্টা হামলা থাইল্যান্ডের
কম্বোডিয়ার সামরিক বাহিনীর ছোড়া রকেটের আঘাতে দুই বেসামরিক নিহত হওয়ার পর থাইল্যান্ডের সামরিক বাহিনী এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে প্রতিবেশী দেশটিতে হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে সীমান্তের বিরোধপূর্ণ অংশে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
থাই সেনাবাহিনী জানিয়েছে, তাদের একটি যুদ্ধবিমান কম্বোডিয়ায় গুলিবর্ষণ করেছে এবং সামরিক লক্ষ্যস্থল ধ্বংস করেছে।
সামাজিক মাধ্যমের পোস্টে থাই সেনাবাহিনী বলেছে, “এফ-১৬ গুলিবর্ষণ করেছে!”
বিবিসি জানিয়েছে, কম্বোডিয়ার স্পেশাল মিলিটারি রিজিয়ন কমান্ডস ৮ ও ৯ ‘ধ্বংস করে দেওয়া হয়েছে’ বলে থাই সেনাবাহিনী দাবি করেছে।
এর আগে থাইল্যান্ড জানিয়েছিল, সীমান্তের কাছে থাই বাসিন্দাদের ওপর কম্বোডিয়ার দুটি রকেট আঘাত হানার পর প্রতিবেশী দেশটির সামরিক লক্ষ্যে আঘাত হানতে তারা ছয়টি এফ-১৬ যুদ্ধ বিমান মোতায়েন করেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পাল্টা হামলা