cyclone Yaas: ভরা কটালই চিন্তার: মমতা
ঘূর্ণিঝড় ইয়াসের প্রাথমিক ধাক্কা কেটেছে। এখন দুর্যোগ-পরবর্তী ধাক্কা এবং বৃহস্পতি ও শুক্রবারের ভরা কটালকে বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। মঙ্গল-বুধবার, টানা দেড় দিন নবান্নে থেকে পরিস্থিতির উপরে নজর রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে বৈঠকে এক গুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিপর্যস্ত এলাকা পরিদর্শনে শুক্র ও শনিবার দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর সফরে যাবেন মমতা। এ দিনই সেচ, ত্রাণ-পুনর্গঠন এবং ওষুধ-চিকিৎসা সংক্রান্ত তিনটি কমিটি গড়ে দিয়েছেন তিনি।
বুলবুল ও আমপানের পরে কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছিল। এ দিন মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, চলতি পরিস্থিতিতে সংঘাত নয়, কেন্দ্রের সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়েই দুর্গতদের সাহায্য এবং বিপর্যস্ত পরিকাঠামোর পুনর্গঠন করতে চায় রাজ্য। মমতা বলেন, “এটা দুর্যোগের সময়। কেন্দ্র-রাজ্য সংঘাত হিসেবে এটা দেখা উচিত নয়।