কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৪২ আসনের ৩৮টিতেই জয়ের আভাস তৃণমূলের

প্রথম আলো পশ্চিমবঙ্গ প্রকাশিত: ১১ আগস্ট ২০২২, ১৮:৫৪

ভারতের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল রাজ্যের রাজনীতি। দলটির নেতাদের দুর্নীতির খবর প্রায় প্রতিদিনই শিরোনাম হচ্ছে। এরই মধ্যে নিজেদের চালানো এক জরিপের ফলাফল প্রকাশ করে হইচই ফেল দিয়েছে দলটি। জরিপ অনুযায়ী, এই মুহূর্তে লোকসভা নির্বাচন হলে রাজ্যের ৪২টি আসনের ৩৮টিই পাবে তৃণমূল।


বিগত লোকসভা নির্বাচনে ২২টি আসন পেয়েছিল তৃণমূল। কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পেয়েছিল ১৮টি আসন। ফলে দুর্নীতির এই ডামাডোলের মধ্যে তৃণমূলের জরিপের ফলাফলকে ‘ভিত্তিহীন’ ও নেতা-কর্মীদের ‘মনোবল চাঙা রাখার কৌশল’ বলছেন রাজ্য বিজেপির নেতারা।


গতকাল বুধবার প্রকাশিত জরিপের ফলাফলে দাবি করা হয়, এই মুহূর্তে এই রাজ্যের ৪২টি লোকসভা আসনে নির্বাচন হলে ৩৮টি আসনেই জিতবে তৃণমূল। আর বিজেপি জিতবে মাত্র চারটি আসনে। আসন চারটি হলো আলিপুরদুয়ার, দার্জিলিং, রানাঘাট ও পুরুলিয়া। তবে কংগ্রেসসহ অন্য দলগুলোর ভাগ্যে কোনো আসন জুটবে না।


সর্বশেষ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ২২টি আসন আর বিজেপি পেয়েছিল ১৮টি আসন। কংগ্রেস পেয়েছিল ২টি আসন। তবে বাম দলের ভাগ্যে কোনো আসন জোটেনি।


২০২৪ সালের মার্চ-এপ্রিলে এই রাজ্যের লোকসভা আসনে নির্বাচন হওয়ার কথা। কিন্তু প্রায় দেড় বছর আগেই তৃণমূল হঠাৎ দলীয় স্তরে এই সমীক্ষা চালাল। রাজনীতির ময়দানে চমক দিয়ে দলটি জানান দিয়েছে, পরবর্তী লোকসভা নির্বাচনে এই রাজ্যে কার্যত তারাই জিততে চলেছে।


তৃণমূলের জরিপ ও ফলাফল প্রকাশের সময়টা নিয়েও আলোচনা হচ্ছে। স্কুলশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গত ২৩ জুলাই গ্রেপ্তার হন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে গ্রেপ্তার হন তাঁরই সহযোগী ও বান্ধবী হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার বেলেঘাটা ও টালীগঞ্জের আবাসন থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) উদ্ধার করেছে প্রায় ৫০ কোটি রুপি। সেই সঙ্গে হদিস পেয়েছে নয়টি আবাসন, প্রচুর পরিমাণ সোনা ও বৈদেশিক মুদ্রারও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও