![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/05/25/og/170101_bangladesh_pratidin_Chapai_corona.jpg)
চাঁপাইনবাবগঞ্জে করোনায় আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৮২
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া নতুন করে করোনায় মারা গেছেন পাঁচজন। এদিকে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ঘোষিত ৭ দিনের লকডাউন মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে।
লকডাউনের কারণে সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। লকডাউনের কারণে জেলা থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। শহরে ওষুধ, মুদিখানা দোকন ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে।