You have reached your daily news limit

Please log in to continue


খামচি!

খামচি দিয়েছে! লেগেছে কোথায়? লেগেছে কার? স্বাস্থ্যমন্ত্রী দেশবাসীকে জানালেন, তল্লাশিকারী অতিরিক্ত সচিবকে খামচি দিয়েছে সাংবাদিক রোজিনা ইসলাম। আসলেই কি রোজিনা খামচি দিয়েছে না খামচি খেয়েছে? সচিবালয়ের কক্ষে আটক রোজিনার উপর ঘটে যাওয়া অত্যাচারের যেসব ভিডিও এপর্যন্ত প্রকাশ পেয়েছে, তার কোনটাতে দেখা যায়নি রোজিনা কাউকে আক্রমণ করেছে বা করেছে। তাকে কোণার সোফায় বসিয়ে রাখা হয়েছে। তার ব্যাগ টানাটানি চলছে, তার ফোন কেড়ে নেয়া হচ্ছে।

তার গলা চেপে ধরা হচ্ছে। চলছে তার সাথে দুর্ব্যবহার। আর এই কাজ করছে স্বাস্থ্যমন্ত্রকের তৃতীয় শ্রেণীর কতিপয় কর্মচারী। এ বিষয়ে সাংবাদিক প্রশ্ন করলে, মন্ত্রীমশাই বলছে আমি তো ওখানে ছিলাম না, খোঁজ নিয়ে দেখি, তদন্ত করে দেখি উনাকে কেউ হেনস্থা করলে তার যথোপযুক্ত পদক্ষেপ নেয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন