You have reached your daily news limit

Please log in to continue


ভবানীপুর কেন্দ্র থেকে পদত্যাগ শোভনদেবের, লড়বেন মমতা?

ভবানীপুর কেন্দ্র থেকে পদত্যাগ করছেন শোভনদেব চট্টোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা ভোটে নিকটতম BJP প্রার্থী রুদ্রনীল ঘোষকে প্রায় ৫০ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন। বিধানসভার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। সূত্রের খবর, ভবানীপুর কেন্দ্র থেকে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোভনদেব জানিয়েছেন, নিজের ইচ্ছা এবং দলের নির্দেশেই তাঁর এই সিদ্ধান্ত।

উল্লেখ্য, এবারের নির্বাচনে হাইভোল্টেজ নন্দীগ্রাম কেন্দ্র থেকে ভোট লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত জয় পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। যদিও, বিপুল সংখ্যক সমর্থন নিয়ে রাজ্যে ফের ক্ষমতায় এসেছে তৃণমূল। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, বিরোধী দলনেতার আসনে বসেছেন BJP নেতা শুভেন্দু অধিকারী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন