![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F05%2F18%2F186482649_3948087651923301_757839893036714418_n.jpg%3Fitok%3Dq-0K3WPC)
ব্রিফিংয়ে সাংবাদিকরা গেলেন, প্রতিবাদ করলেন, চলে এলেন
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা ও অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত আজকের সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা। সংবাদ সম্মেলনস্থলে উপস্থিত হয়ে বয়কটের ঘোষণা দেন সাংবাদিক নেতারা।