![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F07292ea2-2020-4418-8dc2-5deac2175145%252Fchattagong.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
চট্টগ্রামে কর্মস্থলে ছুটির আমেজ
ঈদের ছুটি শেষে আজ রোববার অফিস, আদালত, ব্যাংকসহ কর্মস্থল খুলেছে। তবে চট্টগ্রামে বিভিন্ন কর্মস্থলে লোকজনের উপস্থিতি কম। রাস্তাঘাটও প্রায় ফাঁকা।
আজ চট্টগ্রাম নগরের জিইসি মোড়, প্রবর্তক মোড়, আন্দরকিল্লা, সিআরবির রেলওয়ে কার্যালয়, সিটি করপোরেশন প্রভৃতি এলাকা ঘুরে এ চিত্র পাওয়া যায়।