![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/05/15/og/200329_bangladesh_pratidin_lash_uddhar.jpg)
ঈদের দিনে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ
চাঁদপুর শহরের প্রিমিয়ার হাসপাতালে ডা. ফাতেমা খাতুনের ভুল চিকিৎসায় এক প্রসুতির মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। শুক্রবার ঈদের দিন ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর দলমগর এলাকার প্রবাসী আলমগীর হোসেন মজুমদারের স্ত্রী লিমা মজুমদার (২৮) বিকাল সাড়ে ৪টায় হাজী মহসিন রোডস্থ প্রিমিয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক সন্ধ্যা ৬টায় প্রসূতির সিজার করলে একটি ছেলে শিশুর জন্ম হয়। রাত সাড়ে ১০টায় ওই প্রসূতির মৃত্যু হয়। এর পর প্রসূতির মৃতদেহ দ্রুত হাসপাতাল থেকে বের করে দেয়া হয়।