বন্ধের নির্দেশনা বহাল, তবুও ফেরি চলছে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১২ মে ২০২১, ২১:২৩
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত শনিবার থেকে দিনে ফেরি চলাচল বন্ধের যে নির্দেশনা ছিল, তা বহাল থাকলেও সব ফেরিই চলছে।
বিধিনিষেধের মধ্যেই ঈদযাত্রার পথে শিমুলিয়া থেকে গাদাগাদি করে ফেরিতে বাংলাবাজারে যাওয়ার পথে বুধবার ভিড়ের চাপে অন্তত পাঁচ জনের মৃত্যু ঘটে।
এরপর ফেরি চলাচলের বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক মোহাম্মদ আশিকুজ্জামান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ থেকে ৩৫টি ফেরিই চলাচল করছে।”