নাড়ির টানে, বিপদ টানে

প্রথম আলো সাইদুজ্জামান রওশন প্রকাশিত: ১২ মে ২০২১, ১১:১১

বাড়ি যাওয়া মানুষের ঢল বইছে এখন। আপাতত মানুষের এই ঢল রুখবার তেমন কোনো বাধা নেই। কে ফেরায় তাঁদের! নাড়ির টানে বাড়ি তাঁদের যেতেই হবে। নাড়ির টানে বাড়ি ফেরা মহাবিপদও যে টানতে পারে, তা তাঁদের মাথায় নেই।
যে যেখানে আছেন সেখানেই ঈদ করুন—এই সতর্কবাণী ঘর ফেরাদের আবেগের কাছে ম্লান হয়ে গেছে। ঈদে মানুষ তাঁদের ভিটেমাটিতে ফিরতে চান, স্বজন-পরিজন নিয়ে উৎসব পালন করতে চান—এটা বাঙালিদের একটি বড় বৈশিষ্ট্য এবং গুরুত্বপূর্ণও বটে। অন্যদিকে আবেগাক্রান্ত অসচেতনতা চরম হুমকির।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও