![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/05/08/og/163019_bangladesh_pratidin_meherpur.jpg)
মেহেরপুরে করোনায় আক্রান্তদের ফ্রি টেলিমেডিসিন সেবা
মেহেরপুরে করোনা রোগীদের তৎক্ষনিক সেবা প্রদানের জন্য গাংনী উপজেলার ডক্টর’স পয়েন্টস-এর উদ্যোগে ফ্রি টেলিমেডিসিন সার্ভিস চালু করা হয়েছে। করোনা আক্রান্ত বা করোনা সংক্রান্ত কোন পরমর্শ বা চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে ০১৩১১৮৬১১১৪ নম্বরে ফোন করে ফ্রি টেলিমেডিসিন সার্ভিস গ্রহণ করা যাবে।
এই সেবা প্রদান করছেন মেহেরপুর সদর হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক ডা. শোভন মল্লি। এছাড়াও প্রয়োজনীয় পরামর্শ দিতে রয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিলজি বিভাগের চিকিৎসক ডা. এম সজীব উদ্দীন ও মাল্টিডিসিপ্লিনারি বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল।