আয় ও জবাবদিহিতা বাড়ালে ব্যয়েও গতি আসবে
বাংলাদেশে যদিও সমপর্যায়ের অনেক দেশের মতো লকডাউনের প্রকার বা গভীরতা নিয়ে কিছুটা দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে; করোনা মহামারি থেকে জীবন রক্ষায় দেশে দেশে লকডাউন চলছে। তাতে উৎপাদন-ভোগ ব্যবস্থায় বিপর্যয় দেখা দিয়েছে। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ কর্মসংস্থান হারিয়ে নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। এসব মানুষের জীবন রক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের সরকার বিপুল অর্থ ব্যয় করছে। অর্থনৈতিক স্থবির অবস্থায় সরকারি ব্যয় বৃদ্ধিতে কেউ কেউ অবশ্য শঙ্কা প্রকাশ করেছিলেন মূল্যস্ম্ফীতির। কিন্তু অধিকাংশ অর্থনীতিবিদ মহামারির সময় জীবন বাঁচানোকে প্রাধান্য দিতে সরকারকে পরামর্শ দিয়েছেন।