আজ, বুধবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টানা তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে রাজভবনে শপথ নেবেন। কোভিড অতিমারী পরিস্থিতির জন্য এই অনুষ্ঠান সংক্ষিপ্ত ও অনাড়ম্বর ভাবে আয়োজন করা হচ্ছে। রাজভবন সূত্রের খবর, এদিন শুধুমাত্র মুখ্যমন্ত্রীই শপথ নেবেন। মন্ত্রিসভার অন্য সদস্যরা পরে শপথ নেবেন। এই অনুষ্ঠানে সব মিলিয়ে ৫০ জন অতিথি আমন্ত্রিত হয়েছেন। এই তালিকায় যেমন নাম রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের, তেমনই আছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কথা সিবিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও। বুদ্ধদেব অবশ্য অসুস্থতার কারণে এখন পুরোপুরি ঘরবন্দি ও শয্যাশায়ী। তিনি ভোট দিতেও যেতে পারেননি। শপথ অনুষ্ঠানে তাঁর হাজির থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
You have reached your daily news limit
Please log in to continue
শপথ সেরেই আজ কোভিড-বৈঠকে মমতা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন