যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে জোড়া বিস্ফোরণ ও আগুনে অন্তত ২ জন নিহত
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৮
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের কাছে একটি নার্সিং হোমে জোড়া বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত দুইজন নিহত ও আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, আপতভাবে ধারণা করা হচ্ছে যে একটি গ্যাস লিক থেকে বিস্ফোরণের ঘটনা দুটি ঘটেছে। এতে ভবনটি একটি অংশ ধসে পড়েছে। হতাহতদের খোঁজে সেখানে নিবিড় তল্লাশি চালানো হচ্ছে।
স্থানীয় সময় মঙ্গলবার পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তরপূর্বে ব্রিস্টল টাউনশিপের সিলভার লেক নার্সিং হোমে ঘটনাটি ঘটে। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পরও পাঁচজন নিখোঁজ আছেন বলে ধারণা করা হচ্ছে, ব্রিস্টল টাউনশিপের ফায়ার মার্শাল কেভিন ডিপোলিটোর বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- জোড়া বিস্ফোরণ