![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffshgfg-20210502125126.jpg)
অসুস্থ কাঙ্গালিনী সুফিয়ার পাশে ছাত্রলীগ সভাপতি জয়
কুষ্টিয়া শহরের জেলখানা মোড়ের এরশাদ নগরে সরকারি আশ্রায়ন প্রকল্পে মেয়েকে নিয়ে বসবাস করেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। লালনগীতি, লোকসঙ্গীত এবং বাউল গানের এই গুণী শিল্পী দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছেন। আর্থিক সঙ্কটে নিজ বাড়িতে চরম দুরাবস্থায় দিন কাটাচ্ছেন। এমন খবর জানার পর তার পাশে দাঁড়ালেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়।