২০০ টাকার জন্য যুবককে জবাই করে হত্যা!
সাভারে ২০০ টাকার জন্য রাজীব শেখ (২৬) নামে এক ট্রাকচালককে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মো. নাজিম মন্ডল (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামি নাজিম মন্ডলকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে সাভার পৌরসভার আনন্দপুর বাগানবাড়ি এলাকা থেকে রাজীবের মরদেহ উদ্ধার করা হয়।