কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ময়মনসিংহে মশা তাড়াতে ব্যাঙ ছেড়েছে সিটি করপোরেশন

মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও জৈবিকভাবে মশা নিয়ন্ত্রণে ময়মনসিংহ নগরীর কয়েকটি নালায় ব্যাঙ অবমুক্ত করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন। আজ রোববার দুপুরে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে টাউন হল ও কাচিঝুলি এলাকার কয়েকটি নালায় প্রাথমিকভাবে চার হাজার ব্যাঙ অবমুক্ত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র ইকরামুল হক।

মেয়র ইকরামুল হক জানান, এই ব্যাঙ পর্যায়ক্রমে নগরীর সব নালা ও জলাশয়ে বংশবিস্তার করবে এবং মশার লার্ভা খেয়ে এর বিস্তার ঠেকাতে সহায়ক ভূমিকা পালন করবে। এ ছাড়া যেসব জলাধারে কিছুটা গভীরতা পাওয়া যাবে, সেখানে মশার লার্ভা খায় এমন মাছ ছাড়া হবে। আর যেসব জলাশয়ে হাঁস চাষের সুযোগ রয়েছে, সেখানে হাঁস ছাড়ার ব্যবস্থা করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন