ময়মনসিংহে মশা তাড়াতে ব্যাঙ ছেড়েছে সিটি করপোরেশন
মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও জৈবিকভাবে মশা নিয়ন্ত্রণে ময়মনসিংহ নগরীর কয়েকটি নালায় ব্যাঙ অবমুক্ত করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন। আজ রোববার দুপুরে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে টাউন হল ও কাচিঝুলি এলাকার কয়েকটি নালায় প্রাথমিকভাবে চার হাজার ব্যাঙ অবমুক্ত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র ইকরামুল হক।
মেয়র ইকরামুল হক জানান, এই ব্যাঙ পর্যায়ক্রমে নগরীর সব নালা ও জলাশয়ে বংশবিস্তার করবে এবং মশার লার্ভা খেয়ে এর বিস্তার ঠেকাতে সহায়ক ভূমিকা পালন করবে। এ ছাড়া যেসব জলাধারে কিছুটা গভীরতা পাওয়া যাবে, সেখানে মশার লার্ভা খায় এমন মাছ ছাড়া হবে। আর যেসব জলাশয়ে হাঁস চাষের সুযোগ রয়েছে, সেখানে হাঁস ছাড়ার ব্যবস্থা করা হবে।