
কোভিড মহামারির দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় চিকিৎসাব্যবস্থার ওপর যে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে, তা সাফল্যের সঙ্গে মোকাবিলা করতে হলে কোভিড চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র, চিকিৎসা সরঞ্জাম, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও অন্যান্য লোকবলের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম এবং রোগ শনাক্তকরণ কিটের মজুত নিশ্চিত করা একান্ত প্রয়োজন। কিন্তু গতকাল মঙ্গলবার প্রথম আলোয় এ িবষয়ে প্রকাশিত এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর ও কেন্দ্রীয় ঔষধাগারের বক্তব্যে সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠেছে। মহামারির এই গুরুতর পর্যায়ে এটা উদ্বেগের বিষয়।