
তাড়াইলে ৫ম শ্রেণীর ছাত্রকে জবাই করে হত্যা
তাড়ইলে ৫ম শ্রেণীর এক ছাত্রকে জবাই করে হত্যা করা হয়েছে। তাড়াইল থানার ওসি মো. মুজিবুর রহমান ও তালজাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. সেলিম খান জানিয়েছেন, তাড়াইল উপজেলার চর তালজাঙ্গা গ্রামের রাজমিস্ত্রী দুলাল মিয়ার ছেলে রিফাত শুক্রবার রাতে তারাবির নামাজ পড়ার পর বাড়িতে গিয়ে সৎ মাকে বলে একটি দোকানে ইফতার ভাজা খেতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। শনিবার (১৭ এপ্রিল) সকালে বাড়ির সামনে একটি ঝোপের ভেতর তার জবাই করা লাশ পাওয়া যায়।
খবর পেয়ে সার্কেল এএসপি ইফতেখারুজ্জামান, ওসি মুজিবুর রহমান, সিআইডি এবং ডিবি’র সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, রিফাতের নিজের মায়ের সঙ্গে বাবার সম্পর্ক নেই। মা শেরপুর থাকেন। খবর পেয়ে রিফাতের নিজের মাও এসেছেন। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১ মাস আগে
১ বছর, ২ মাস আগে
১ বছর, ২ মাস আগে
১ বছর, ২ মাস আগে
১ বছর, ২ মাস আগে