কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শেখ হাসিনার সরকারে মোশতাকের অপচ্ছায়া

বাংলাদেশ প্রতিদিন শেখ বোরহান কবীর প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ০০:০০

১৭ এপ্রিল, ১৯৭১। কুষ্টিয়ার মেহেরপুরের সীমান্তবর্তী গ্রাম বৈদ্যনাথতলা। এখানেই শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার। জাতির পিতার নাম অনুসরণ করে এ স্থানটির নতুন নামকরণ হয় ‘মুজিবনগর’। এর আগে ১০ এপ্রিল গৃহীত হয় স্বাধীনতার ঘোষণাপত্র। ১১ এপ্রিল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ মন্ত্রিসভা ঘোষণা করেন। বাংলাদেশের প্রথম সরকারের শপথ অনুষ্ঠানের ৫০ বছর পূর্তি হলো। প্রথম সরকারে রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। মন্ত্রিসভায় ছিলেন তিনজন। খন্দকার মোশতাক আহমদ পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক। এম মনসুর আলী অর্থ, বাণিজ্য, শিল্প। এ এইচ এম কামারুজ্জামান স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন, কৃষি ও খাদ্য। এ সরকারের নেতৃত্বে এ দেশের জনগণ মুক্তিযুদ্ধ করে। এক বীরত্বপূর্ণ সংগ্রামের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ’৭৫-এর ১৫ আগস্ট বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। জাতির পিতাকে হত্যার ধারাবাহিকতায় ’৭৫-এর ৩ নভেম্বর জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। অর্থাৎ মুজিবনগর সরকার বা প্রথম বাংলাদেশ সরকারের ছয়জন সদস্যের মধ্যে পাঁচজনই ’৭১-এর পরাজিত শক্তির কাছে নির্মমভাবে জীবন দিয়েছিলেন। শুধু একজন ছাড়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও