কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা নিয়ন্ত্রণে কঠোর হতে হবে

কালের কণ্ঠ এম হাফিজউদ্দিন খান প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ১১:৫৪

আজ এক বছরের বেশি হলো দেশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। কাগজে-কলমে ২০২০ সালের মার্চ থেকে সংক্রমণ শুরু হয়। এখন ২০২১ সালের এপ্রিলের মাঝামাঝিতে এসে আমরা দেখছি এর দ্বিতীয় ঢেউ এবং তা প্রথম ঢেউয়ের চেয়েও তীব্র। প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় ঢেউ এত তীব্র হলো কেন? প্রথম ঢেউ থেকে আমরা কি যথেষ্ট শিক্ষা নিতে পেরেছি? মহামারি নিয়ন্ত্রণে আমরা বিগত এক বছরে স্বাস্থ্য প্রশাসন ও জনপ্রশাসনের সমন্বয়হীনতা দেখেছি।


এক ধরনের উদাসীনতা ও সিদ্ধান্তহীনতাও দেখেছি। জনগণের বেপরোয়া মনোভাবও লক্ষ করেছি। তবে আজকের পরিস্থিতির জন্য সবচেয়ে বেশি দায়ী আমাদের আত্মতুষ্টি। সরকার এবং জনগণ উভয়ের দিক থেকেই আত্মতুষ্টিটা দেখা গেছে। এখন একদিকে ক্রমবর্ধমান কভিড রোগীর চিকিৎসার চাহিদা মেটানো, আরেক দিকে সংক্রমণের গতি কমিয়ে আনা জরুরি হয়ে পড়েছে। আগের ভুল থেকে শিক্ষা নেওয়াটাও জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও