![](https://media.priyo.com/img/500x/https://www.dailynayadiganta.com/resources/img/sitesetup/1_1.png)
সচল রাখুন অর্থনীতি
এবার কঠোর লকডাউন এসেছে ব্যবসার ভরা মৌসুমে। প্রত্যেক বছর এই সময় সারা দেশে কেনাবেচার ধুম পড়ে। রমজান ও তার পরে ঈদুল ফিতরকে কেন্দ্র করে এই সময় সবচেয়ে বেশি পণ্য বিক্রি হয়। গত বছরও প্রায় একই সময় করোনার আগমনে মারাত্মক মন্দা নামে। এক দিকে দোকানপাট ঠিকভাবে খোলা রাখা যায়নি; আবার আয় না থাকায় মানুষ কেনাকাটা করতে পারেনি। এবারো ঠিক সময়মতো কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। হাটবাজার দোকানপাট শপিংমল সব বন্ধ হয়ে গেছে।