মুখ্যমন্ত্রীর আশ্বাস, কিন্তু ভাঁড়ারে টান

এইসময় (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১, ১৩:০০

আমজনতাকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা মঙ্গলবারই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিকার অনটনের মাঝেও রাজ্য সরকার যে মূলত শহরাঞ্চলে ব্যাপক হারে টিকাদানে আগ্রহী, সে বিষয়টিও তিনি তুলে ধরেন বারাসতের জনসভায়। কিন্তু বুধবারের বাস্তব পরিস্থিতি বলছে, দিল্লি থেকে পাঠানো যৎসামান্য যে পরিমাণ টিকা মজুত রয়েছে বাংলার ভাঁড়ারে, তা দিয়ে জোরকদমে টিকাকরণ সম্ভব নয়।

ফলে বিনামূল্যে তো দূরের কথা, এখনই সকলকে টিকা দেওয়াই অসম্ভব। কেননা, আপাতত রাজ্যের অসংখ্য টিকাকেন্দ্রে ভ্যাকসিনের অভাবেই বন্ধ রয়েছে টিকাকরণ। বহু কেন্দ্র থেকে টিকা নিতে আগ্রহী লোকজন ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। যদিও এই আকালের মধ্যেই সোমবার চার লক্ষ ডোজ কোভিশিল্ড আসার পর বুধবারও রাজ্যে তিন লক্ষ ডোজ কোভিশিল্ড ও দু'লক্ষ ডোজ কোভ্যাক্সিন এসে পৌঁছেছে। অবশ্য তা নিতান্তই অপর্যাপ্ত বলে মনে করছেন স্বাস্থ্যকর্তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও