শ্রীলঙ্কায় আদালতে আইনজীবী সেজে ঢুকে গ্যাংস্টারকে হত্যা

ঢাকা পোষ্ট শ্রীলঙ্কা প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৫

শ্রীলঙ্কায় আইনজীবী সেজে আদালতের ভেতর ঢুকে এক কুখ্যাত গ্যাংস্টারকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। গত বুধবার দেশটির পুলিশ জানায়, অস্ত্রধারী হত্যাকাণ্ডে পিস্তল ব্যবহার করেছে। যেটি একটি বইয়ের অংশের মাঝের অংশ কেটে সেখানে রেখে বিচারকের কক্ষে নিয়ে যাওয়া হয়। এই কাজটি করেন এক নারী। তবে তাকে এখনো ধরা সম্ভব হয়নি।


সাঞ্জেয়া কুমারা সমরারত্নে নামের এই গ্যাংস্টারকে মামলার শুনানির জন্য পুলিশ আদালতে নিয়ে এসেছিল। তার বিরুদ্ধে একাধিক হত্যার তদন্ত চলছিল।


রাজধানী কলম্বোতে গ্যাং সদস্যদের দুই পক্ষের মধ্যে বেশ ঝামেলা চলছে। এরমধ্যেই সেখানে ঘটল এমন হত্যাকাণ্ড। এই গ্যাংস্টারকে ২০২৩ সালে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে কারাগারেই ছিলেন তিনি।


অস্ত্রধারী গুলি করে আদালত থেকে পালিয়ে যেতে সমর্থ হয়। কিন্তু অল্প সময়ের মধ্যে পুলিশ তাকে আটক করে। এছাড়া যে নারী কৌশলে পিস্তলটি নিয়ে গিয়েছিলেন তাকেও শনাক্ত করা হজয়েছে। এখন তাকে ধরতে অভিযান চালানো হয়েছে। পুলিশ ঘোষণা দিয়েছে, যদি কেউ এ নারীর সন্ধান দিতে পারে, তাহলে তাকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।


এদিকে এ ঘটনার পর আদালতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এরপর আদালতের নিরাপত্তা বাড়ানো নিয়ে কাজ শুরু হয়। যারমধ্যে রয়েছে সশস্ত্র রক্ষীদের আদালতের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও