অতিমারির কালে নববর্ষে নবচিন্তা

কালের কণ্ঠ আবুল মোমেন প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ১১:৩৯

একসময় বাংলা বছরের হিসাবেই চলত গ্রামের জীবন, মূল কারণ গ্রামবাংলা কৃষিপ্রধান। কৃষির সূত্রেই ফসলি সন হিসাবে এই সৌরবর্ষ গণনা শুরু হয়। শুরুটা হয়েছিল দূরদর্শী ও দক্ষ মোগল বাদশাহ আকবরের সময় ৯৬৩ হিজরিতে। হিজরি সনের সঙ্গে মিল রেখে বাংলা সনও শুরু হয়েছিল একলাফে ৯৬৩ থেকে। তবে হিজরি চান্দ্রমাস হওয়ায় কালে কালে সৌরবর্ষের সঙ্গে বছর গণনায় পার্থক্য হয়ে গেছে। আজ বাংলা ১৪২৮ সন শুরু হলেও এখন হিজরি ১৪৪২ সন চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও