করোনার অ্যান্টিজেন পরীক্ষা বেড়েছে
প্রথম আলো
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২১, ১১:৩৮
দেশে গত ডিসেম্বর মাসে করোনাভাইরাস শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা চালু হয়। কিন্তু উপসর্গযুক্ত সন্দেহভাজন রোগী কম থাকায় গত মার্চের মাঝামাঝি পর্যন্ত দৈনিক গড়ে ১১০টি অ্যান্টিজেন পরীক্ষা হয়। মার্চে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে অ্যান্টিজেন পরীক্ষা বাড়ছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন দৈনিক ৬০০টির বেশি অ্যান্টিজেন পরীক্ষা হচ্ছে। ফলে সব মিলিয়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি—তিন মাসে যত পরীক্ষা হয়েছে, সেগুলোর চেয়ে বেশি অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে গত এক মাসে। গত ৫ ডিসেম্বর থেকে ৭ মার্চ পর্যন্ত অ্যান্টিজেন পরীক্ষা হয় ১০ হাজার ৫৮২টি। এরপর থেকে গত বুধবার পর্যন্ত ৩০ দিনে অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে ১০ হাজার ৬৩৬টি। সব মিলিয়ে এখন পর্যন্ত অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে ২১ হাজার ২১৮টি।