আফগানিস্তানে চতুর্মুখী চাপে যুক্তরাষ্ট্র
এপ্রিলের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের কথা ছিল। কিন্তু তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং সেনা ফিরিয়ে নিতে গড়িমসি করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় সম্পাদিত শান্তি চুক্তির শর্তানুসারে তালেবান সন্ত্রাস পরিহার করলে মার্কিন সেনারা ফিরে যাবে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৈন্য প্রত্যাহার করা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন। বাইডেনের এ মন্তব্যের পর শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে।
সিআইএ আশঙ্কা করছে, সৈন্য প্রত্যাহারের পর তালেবান শুধু ক্ষমতাই দখল করবে না, আল-কায়েদা, আইএস ও ইসলামিক স্টেট খোরাসানের পুনরুত্থানে নতুন করে গৃহযুদ্ধ শুরু হতে পারে। সিআইএ ট্রাম্প প্রশাসনের মতো তাড়াহুড়া না করে ধীরে ধীরে সৈন্য প্রত্যাহারের সুপারিশ করেছে। ফাঁকে ফাঁকে বন্দীদের নিয়ে তালেবানের সঙ্গে আলোচনা হবে। উভয় পক্ষই বিরতি নিয়ে এদিকে-সেদিকে হামলা অব্যাহত রাখবে। তালেবান ঘোষণা দিয়েই রেখেছে, চুক্তি অনুসারে সৈন্য ফিরিয়ে না নিলে নতুন করে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। তাই সিআইএর পরামর্শ মার্কিন প্রশাসন মেনে নিলে সৈন্যরা ফিরে যাচ্ছে না। বাইডেনের বক্তব্যে অনেকে এমন আভাসই পাচ্ছেন।