গরম ঝড়ো হাওয়ায় মোহনগঞ্জে ৩০০ একর জমির ফসল নষ্ট
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরের ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক এক গরম ঝড়ো হাওয়ায় এলাকার কৃষকের প্রায় ৩০০ একর জমির বোরোধান সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেছে।
গতকাল রবিবার সন্ধ্যায় আকস্মিকভাবে বয়ে যাওয়া ওই গরম ঝড়ো হাওয়ায় উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের বিরামপুরের হাওর, পানুরের হাওর, পালেহার হাওর ও সমাজ-সহিলদেও ইউনিয়নের মিয়াশির হাওর, ঢালাহাতা হাওর, হরসিয়ার হাওর, জয়পুরের হাওরসহ বিভিন্ন হাওরে থাকা কৃষকের কাঁচা বোরোধানের ব্যাপক ক্ষতি হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঝড়ো হাওয়া
- ফসলের ক্ষতি
- তাপপ্রবাহ
- আকস্মিক