You have reached your daily news limit

Please log in to continue


লঞ্চডুবির ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি

শীতলক্ষ্যা নদীতে বালুবোঝাই জাহাজের ধাক্কায় যাত্রী বোঝাই লঞ্চডুবির ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক নৌ-নিরাপত্তা ও ট্রাফিক মো রফিকুল ইসলামকে প্রধান করে চার সদসস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দূর্ঘটনার কারণ উদঘাটনে ইতিমধ্যে ঘটনাস্থলে রওনা হয়েছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক সহ অন‍্যান‍্য শীর্ষ কমকর্তারা।

এর আগে আজ রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ডুবে যাওয়া লঞ্চটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে। নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন