You have reached your daily news limit

Please log in to continue


মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জাতীয় মেধার ভিত্তিতে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪ হাজার ৩৫০ জন ভর্তি-ইচ্ছুক নির্বাচিত হয়েছেন। পরীক্ষা অংশ নেওয়া ৪৮ জন ৯৭৫ জন উত্তীর্ণ হয়েছেন। যা পরীক্ষার্থীর ৩৯.৮৬%।

আজ রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়। এর আগে শুক্রবার (২ এপ্রিল) সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মেডিকেল ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ছয় হাজারের বেশি

মহামারি করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতির মধ্যেই আজ শুক্রবার দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে এই পরীক্ষায় আবেদন করেও অংশ নেননি ছয় হাজারের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে শুক্রবার (২ এপ্রিল) এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়। এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন এক লাখ ২২ হাজার ৮৭৪ জন। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন এক লাখ ১৬ হাজার ৮৫৬ জন। অর্থাৎ অনুপস্থিত ছয় হাজার ১৮ জন।

স্বাস্থ্যবিধি মেনে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

দেশের ৫৫টি ভেন্যুতে স্বাস্থ্যবিধি মেনে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

শুক্রবার (২ এপ্রিল) অধিদপ্তর থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ সারাদেশে ৫৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের দেওয়া স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হয়।

প্রত্যেক পরীক্ষার্থীসহ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার মাস্ক পরা বাধ্যতামূলক ছিল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন