মার্চের শুরুতেও পরীক্ষার তুলনায় করোনা রোগী শনাক্তের হার ছিল ৪ শতাংশের সামান্য বেশি। মাসের শেষে এসে গতকাল মঙ্গলবার শনাক্তের হার হয়েছে প্রায় ১৯ শতাংশ। ৩০ দিনে সংক্রমণরেখা সোজা ঊর্ধ্বমুখী। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। স্বাস্থ্য বিভাগের অবহেলা আর স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের উদাসীনতায় সংক্রমণ পরিস্থিতির অবনতি ঘটেছে।
সংক্রমণ এখন সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। নমুনা পরীক্ষায় তা ধরা পড়ছে, আর জানা যাচ্ছে মৃত্যুর সংখ্যায়। গতকাল সারা দেশে ৫ হাজার ৪২ জন নতুন রোগী শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর মারা গেছেন ৪৫ জন। একইসংখ্যক মানুষ মারা যান আগের দিন, সেদিন অবশ্য আক্রান্তের সংখ্যা আরও বেশি ছিল।