পুঁজিবাজারের ব্যাপারে সজাগ থাকতে হবে

যুগান্তর প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ১৩:০৭

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম দেশের পুঁজিবাজার নিয়ে আশার বাণী শুনিয়েছেন। তিনি বলেছেন, আগামী দুই বছরের মধ্যে দেশের পুঁজিবাজারে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন হবে। তিনি বলেছেন, পুঁজিবাজারে সংস্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে কেউ বাজার নিয়ে অপতৎপরতায় লিপ্ত হতে না পারে। তিনি আরও বলেন, কারসাজি করে ১৯৯৬ ও ২০২০ সালের মতো পুঁজিবাজারকে আর ফেলে দেওয়া (পতন ঘটানো) সম্ভব নয়। কারণ তিনি পুঁজিবাজারের দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যেই ব্যাপক সংস্কার সাধন করা হয়েছে। ফলে কেউ চাইলেই স্বাভাবিক প্রক্রিয়ায় বাজারে কারসাজি করার কোনো সুযোগ নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও