![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fgaibandha-pic-02-20210324123438.jpg)
চেয়ারম্যানের ডাকে সাড়া না দিলে কাজ পান না নারী সদস্যরা
গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সংরক্ষিত আসনের নারী সদস্যসহ ৬ ইউপি সদস্য।
মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে গাইবান্ধা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংরক্ষিত সদস্য শাহানা ইয়াসমিন উল্লেখ করেন, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল নারীলোভী, দুর্নীতিবাজ ও প্রকল্পের অর্থ আত্মসাৎকারী।