![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F9c57dfce-06d4-4c87-a729-06dd81b12748%252FDead_Body_2.png%3Frect%3D0%252C33%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
কড়াইলে মা ও শিশুর লাশ উদ্ধার
স্বামীর ওপর রাগ করে আট বছরের ছেলেকে নিয়ে রাজধানীর কড়াইলের বউবাজার বস্তিতে ভাইয়ের কাছে চলে এসেছিলেন হাসি বেগম। আজ মঙ্গলবার সকালে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের সন্দেহ, পারিবারিক কলহের জেরে মা ও ছেলেকে হত্যা করা হয়েছে।
হাসি বেগমের স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।হাসি বেগমের ছেলের নাম নীরব।বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিঞা প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মা ও শিশু
- লাশ উদ্ধার
- হত্যার অভিযোগ