![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F1c939a8b-0d68-4ad9-8f07-4954b6ab243d%252FMoulavibazar_DH0542_20210318_b2.JPG%3Frect%3D0%252C282%252C2500%252C1313%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
কুলাউড়ায় বেইলি সেতু বিকল, যান চলাচল বন্ধ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুলাউড়া-রবিরবাজার সড়কের ফানাই বেইলি সেতুটি বিকল হয়ে পড়েছে। এর ফলে আজ বৃহস্পতিবার বিকেল থেকে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে উপজেলার চারটি ইউনিয়নের লোকজন দুর্ভোগে পড়েছেন।