জন্মশতবার্ষিকী: স্বাধীনতার অগ্রপথিক
ডেইলি স্টার
প্রকাশিত: ১৭ মার্চ ২০২১, ১৬:২০
১৯২০ সালের ১৭ মার্চ। বসন্তের এক মনোরম নিশ্চুপ সন্ধ্যায় গোপালগঞ্জ উপজেলার টুঙ্গিপাড়া গ্রামের শেখ লুৎফুর রহমান ও শেখ সায়েরা খাতুনের কোল আলোকিত করে জন্ম নেয় একটি ছেলে সন্তান।
প্রিয়তম বাবা-মা তাকে আদর করে ‘খোকা’ বলে ডাকতেন। জন্মের প্রায় অর্ধশতাব্দী পরে সেই ছোট ছেলেটি বাঙ্গালীর অবিসংবাদিত নেতা হয়েছিলেন। তিনি তার দেশের শোষিত ও নিপীড়িত জনগণকে স্বাধীনতা এনে দিয়েছিলেন এবং তার হাত ধরেই জন্ম নিয়েছিল একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
এই খোকা আর কেউ নয়, তিনি হাজার বছরের সেরা বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গত এক বছর ধরে দেশজুড়ে তার জন্মশতবার্ষিকী পালন করা হচ্ছে।
বঙ্গবন্ধু এমনই অসাধারণ একজন রাজনৈতিক ভবিষ্যতদ্রষ্টা ও ক্যারিশম্যাটিক নেতা ছিলেন যাকে এবং নতুন জাতিকে গঠনে যার অবদানকে অল্প কথায় বর্ণনা করা প্রায় অসম্ভব।