বাংলাদেশে করোনা কি হঠাৎ করেই বাড়তে শুরু করেছে? নাকি বাড়ার গতিটা একই ছিলো- শুধু প্রকাশটা বেড়েছে!

আমাদের সময় শওগাত আলী সাগর প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ১৭:৪২

১.যারা আক্রান্ত হচ্ছেন- তারা ব্যাপারটা লুকিয়ে রাখতে পারছেন না, অবহেলায় এড়িয়ে যেতে পারছেন না। তাদের হাসপাতালে যেতে হচ্ছে, কিংবা মনিটরিং ব্যবস্থায় আগের চেয়ে বেশি বেশি শণাক্ত হচ্ছে!

২. করোনাকে আপনি আদর করে আমন্ত্রণ জানিয়ে নিজ দেহে নিয়ে না গেলে, সে এমনিতেই আপনার শরীরকে স্পর্শ করবে না- করোনার এই স্বভাবের কথা বিশেষজ্ঞরা গত বছর থেকেই বলে আসছেন। করোনা শরীর চায়, তার আগে চায় স্পর্শ, ছোঁয়া ব্যতিরেকে আপনার শরীর তার কাংখিত না। আপনি মানুন আর না মানুন, আপনি কোনো না কোনো ভাবে হাতে ধরে করোনাকে আপনার শরীরে জায়গা করে দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও