‘অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়াই অন্যায়’
ছেলেবেলা থেকেই মোবাইল কোর্ট শব্দটি শুনে আসছি। গ্রামে অবশ্য লোকে বলতো ‘মবিল কোট’। জিয়া এবং এরশাদের সামরিক শাসনামলে বিভিন্ন সময়ে মোবাইল কোর্ট দেখেছি। তখন মোবাইল কোর্ট মানেই ছিল আতঙ্ক। তবে মোবাইল কোর্ট বাংলাদেশে জনপ্রিয়তা পায় ২০০৫ সালে ম্যাজিস্ট্রেট রোকন উদ দৌলার হাত ধরে। রোকন উদ দৌলা একাই ভেজাল খাদ্যের বিরুদ্ধে রীতিমত বিপ্লব করে ফেলেন।
রোকন উদ দৌলার নানা অভিযানে হয়তো অনেক বাড়াবাড়ি ছিল। টনকে টন মাছ, আম, দুধসহ নানান পণ্য ধ্বংস করেছেন। ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। তবে ভেজাল খাদ্য বিক্রি করতে দেয়ার চেয়ে ধ্বংস করাই ভালো। ব্যবসায়ীদের লাভের চেয়ে জনস্বাস্থ্যের বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা মানতেই হবে রোকন উদ দৌলা ব্যবসায়ীদের কিছু ক্ষতি করলেও দেশের মানুষের বিশাল উপকার করেছেন।
- ট্যাগ:
- মতামত
- ভেজাল খাদ্য
- মোবাইল কোর্ট