
কৃষকের স্বপ্ন যেন নষ্ট না হয়!
দেশে হাওর অধ্যুষিত জেলা সাতটি। এখনও এসব জেলার অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। এর মধ্যে ধানই প্রধান। বিশেষ করে সিলেটের চার জেলায় বছরে একটি মাত্র ফসল। বোরো ধান লাগানো শেষে চৈত্র মাস থেকে ফসল তোলা পর্যন্ত কৃষকদের মধ্যে ভয় কাজ করে। শেষ পর্যন্ত ধান ঘরে তোলা যাবে কিনা। যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক দুর্যোগ ভাটির মানুষের স্বপ্নই কেবল নষ্ট করে করে না অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেয়। অকাল বন্যা, ঝড় কিংবা শিলাবৃষ্টিতে একবার ফসল নষ্ট হলে বাড়ি বাড়ি অভাব স্পষ্ট হয়। সুনসান হয়ে যায় কোলাহলমুখর গ্রাম। যেন শোকে বাকরুদ্ধ সবাই...। এর বিরূপ প্রভাব থাকে কয়েক বছর।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলেই বেশি ফসল নষ্ট হয়। সেখানে সন্ধ্যায় সবকিছু স্বাভাবিক, সকালে চারদিকে থৈ থৈ পানি। একেবারে ম্যাজিকের মতো। চোখের সামনে সবকিছু তলিয়ে যায় পানির নিচে। বাকরুদ্ধ হন কৃষক আর অসহায় মানুষগুলো। চোখের সামনে ঘটে যাওয়া সর্বনাশ ঠেকাতে কিছুই করার থাকে না। বাঁধই কেবল এসব এলাকার সহজ সরল মানুষের স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারে। রক্ষা করতে পারে হাওরের ফসল।
- ট্যাগ:
- মতামত
- কৃষক
- প্রাকৃতিক দুর্যোগ
- হাওর
- হাওরাঞ্চল