You have reached your daily news limit

Please log in to continue


বস্তিবাসী শিশুরাও আলোকিত হোক

অনাথ শিশু মাহিম। আর দশটা স্বাভাবিক শিশুর মতো আলো ঝলমলে জীবন নয় তার। কষ্টের কশাঘাতে নানা চড়াই-উতরাইয়ের মধ্যে তার জীবন পার করতে হয়েছে। নিয়তি তার সহায় হয়নি জন্ম থেকেই, তাই পৃথিবীর আলো দেখার পর থেকেই পিতৃস্নেহ থেকে বঞ্চিত সে। জন্মদাতা পিতা মারা যাননি, তবে স্ত্রী-সন্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অন্য একজন নারীকে বিয়ে করে শুরু করেছেন আলাদা সংসার। এত বড় মানসিক আঘাত সহ্য করতে না পেরে শিশু মাহিমকে রেখে জন্মদাত্রী মা একদিন হারিয়ে যান। এরপর থেকেই নিরুপায় মাহিমের ঠাঁই হয় অভাবগ্রস্ত নানা-নানির সংসারে। মাহিমের তিন বছর বয়সে তার জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। অভাবের সংসারে একমাত্র উপার্জনকারী মাহিমের নানা তাদের দুঃখ সাগরে ভাসিয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান। তখন থেকেই মাহিমের একমাত্র আশ্রয় তার নানি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন