মেট্রোরেল প্রকল্পে এখন পর্যন্ত ৩৪৩ জন করোনায় আক্রান্ত
প্রথম আলো
প্রকাশিত: ০৯ মার্চ ২০২১, ১৬:১০
ঢাকা মেট্রোরেল প্রকল্পের অধীনে কর্মরত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত ৩৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দেশি-বিদেশি প্রকৌশলীরাও আছেন। সম্প্রতি ছয়জন বিদেশি প্রকৌশলী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ মঙ্গলবার ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক। ঢাকার মেট্রোরেল প্রকল্পের দায়িত্বে রয়েছে রাষ্ট্রায়ত্ত কোম্পানি ডিএমটিসিএল। কোম্পানির এমডি জানান, মেট্রোরেল প্রকল্পে কর্মরত সব বিদেশি প্রকৌশলীকে ১৭ মার্চ থেকে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে।