আখাউড়ায় স্যালাইন সংকট, ভোগান্তিতে রোগীরা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আবহাওয়াজনিত কারণে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুসহ বিভিন্ন বয়সের লোকজন। গত ১০ দিনে অন্তত দেড় শতাধিক রোগী ডায়রিয়ার আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এসব রোগীর মধ্যে বেশিরভাগই শিশু ও বয়স্ক রয়েছেন।
এদিকে ডায়রিয়া প্রকোপ দেখা দেয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইনের সংকট দেখা দিয়েছে। গত প্রায় ১০ দিন ধরে এই স্বাস্থ্য কমপ্লেক্সে কলেরার স্যালাইন না থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা।